চাকরির সঠিক সিভি লেখার নিয়ম
পোস্ট সূচিপত্রঃ চাকরির সঠিক সিভি লেখার নিয়ম
- সিভি কি এবং চাকরির জন্য কতটা গুরুত্বপূর্ণ
- চাকরির সঠিক সিভি লেখার নিয়ম
- সঠিক সিভি লেখার পূর্বে যে ১০টি বিষয় জানা জরুরি
- একটি আদর্শ সিভি কেমন হওয়া উচিত
- সিভিতে সঠিক ব্যক্তিগত তথ্য লেখার ১০ টি কার্যকরী টিপস
- সিভিতে যে ১০টি তথ্য এড়িয়ে যাওয়া উচিত
- সিভিতে কাজের অভিজ্ঞতা ও দক্ষতা লিখার টেকনিক
- চাকরি অনুযায়ী সিভি তৈরি করার সঠিক নিয়ম
- সিভি জমা দেওয়ার পূর্বে যে ভুলগুলো করা যাবে না
- শেষ কথা
সিভি কি এবং চাকরির জন্য কতটা গুরুত্বপূর্ণ
আপনার চাকরি হওয়া এবং না হওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে সিভিতে।
চাকরি নিয়োগ করি আপনার সিভি দেখে আপনাকে মূল্যায়ন করে থাকে। আপনার সিভি যদি
আকর্ষণীয় ও সুন্দর হয় তাহলে আপনার ইন্টারভিউ এবং চাকরির সুযোগ অনেকটা
বেড়ে যায়। আর আপনার সিভি যদি দুর্বল হয় তেমন সাজানো গোছানো না থাকে। তাহলে
আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও সিভি আকর্ষণীয় না হয় কারণে আপনার চাকরি না
হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।
চাকরির সঠিক সিভি লেখার নিয়ম
- সিভি লিখার চেষ্টা করবেন সংক্ষিপ্ত করে এবং ইস্পষ্ট করে গুরুত্বপূর্ণ তথ্যগুলো ব্যবহার করবেন।
- এবং একটি সিভি কখনো ৩-৪ পৃষ্ঠা লিখবেন না চেষ্টা করবেন এক থেকে দুই পৃষ্ঠার মধ্যে লিখার।
- এবং আপনার ব্যক্তিগত ঠিকানা স্পষ্টভাবে দিবেন। প্রথমে আপনার নাম, পিতার নাম, মোবাইল নাম্বার ইমেইল ঠিকানা স্পষ্ট ভাবে লিখবেন
- আপনি কোন চাকরির জন্য উপযুক্ত এবং কোন চাকরিটি আপনি করতে চান সেই চাকরির সম্পর্কে দুই তিন লাইন সংক্ষেপে লিখবেন কেন সে চাকরি করতে চান
- এবং আপনার শিক্ষাগতা যোগ্যতা ধাপে ধাপে লিখুন যেমন এসএসসি এইচএসসি ইত্যাদি এবং আপনার রেজাল্ট উল্লেখ করুন
- আপনি কোন কোন কাজে ভাল এক্সপার্ট এবং আপনার ভালো অভিজ্ঞতা আছে। সে কাজগুলো উল্লেখ করুন এবং এর পূর্বে আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করেছেন সে কাজের প্রতিষ্ঠান না উল্লেখ করুন। এবং উক্ত প্রতিষ্ঠানে আপনি কোন পদে চাকরি করেছেন সে পথ উল্লেখ করুন
- আপনার কাজের দক্ষতা এবং ইস্কীল গুলো ভিন্ন ভিন্ন করে দেখান যেমন বর্তমান কম্পিউটার স্কিল ইংলিশ স্পিকিং ইত্যাদি।
- সিভিতে ভুল তথ্য দিবেন না আপনার যে কাজের প্রতি অভিজ্ঞতা নাই সে কাজের কথা উল্লেখ করবেন না ভুল তথ্য আপনার চাকরির বাধা হয়ে দাঁড়ায়।
- সিপিতে জটিল ভাষা ব্যবহার করবেন না সহজ ভাষায় ব্যবহার করুন এবং অপ্রয়োজনীয় তথ্য না দেওয়াই ভালো।
- চাকরির জন্য সিভি দেওয়ার পূর্বে অবশ্যই সিভিটি একবার মনোযোগ দিয়ে পড়ে নিন সিভিতে কোন ভুল ত্রুটি হয়ে থাকলে তা সংশোধন করুন।
- ভিন্ন ভিন্ন চাকরির জন্য একই সিবি ব্যবহার করবেন না ভিন্ন ভিন্ন চাকরির জন্য ভিন্ন ভিন্ন সিভি ব্যবহার করুন আপনার চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে তাহলে।
সঠিক সিভি লেখার পূর্বে যে ১০টি বিষয় জানা জরুরি
চাকরির জন্য একটি সঠিক সিভি লিখার পূর্বে যে১০টি বিষয়ে জানা জরুরী। অনেকে জানেন না সেই ১০ টি বিষয়ে আসলে কি। চলুন তাহলে সেই ১০টি বিষয় সম্পর্কে নিজে বিস্তারিত জেনে নেওয়া যাক।- আপনি যে চাকরি করতে চাচ্ছেন এবং যে চাকরির জন্য আবেদন করেছেন। সে চাকরির চাহিদা কতটা রয়েছে সে সম্পর্কে আগে জেনে নেওয়া।
- সিভি সাধারণ কথায় তৈরি করা অপ্রয়োজনীয় জটিল কথা দিয়ে সিভি তৈরি না করা।
- সিভি ২ পৃষ্ঠার মধ্যে লিখলে সব থেকে বেশি ভালো অপ্রয়োজনীয় তথ্য দিয়ে তিন চার পৃষ্ঠা না করা।
- ব্যক্তিগত তথ্য যেগুলো সিভিতে প্রয়োজন পড়ে না সে তথ্যগুলো না দেওয়াই ভালো।
- সহজ প্রফেশনাল ভাষায় সিভি লিখা অনেক জরুরী
- সিভিতে শিক্ষাগতা যোগ্যতা এবং নিজের সম্পন্ন ঠিকানা ব্যবহার করা
- সিভিতে মিথ্যা ঠিকানা এবং মিথ্যা শিক্ষাগত যোগ্যতা ব্যবহার না করা
- আপনার যে সকল কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা রয়েছে সেগুলো সাজিয়ে গুছিয়ে ভিন্ন ভিন্ন করে লেখা।
- এবং সিভিতে ভুল ত্রুটি হয়ে থাকলে তা সংশোধন করুন।
- যে ধরনের চাকরি সার্কুলার দেয়া হয়েছে সেই ধরনের চাকরি অনুযায়ী সিভি তৈরি করুন।
একটি আদর্শ সিভি কেমন হওয়া উচিত
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিভিতে কোন ধরনের ভুল তথ্য ব্যবহার করা যাবে না। সিভিতে ভুল তথ্য বা বানান ভুল এগুলো চাকরির জন্য বাধা হয়ে দাঁড়ায় নিয়োগ কারি কাছে। এবং সিভির মান নষ্ট করে ফেলে। চাকরির ধরন অনুযায়ী সিভি যদি ঠিক তথ্য লিখা থাকে এবং সঠিক তথ্য ব্যবহার করা থাকে তাহলে চাকরির জন্য ইন্টারভিউ জন্য কল পাওয়া সম্ভাবনা বেড়ে যায়।
সিভিতে সঠিক ব্যক্তিগত তথ্য লেখার ১০ টি কার্যকরী টিপস
- NID কার্ড অনুযায়ী আপনার নাম সম্পূর্ণ লিখুন।
- নিয়োগ কারি আপনার সাথে যেন যোগাযোগ করতে পারে তার জন্য সঠিক মোবাইল নাম্বার দিন।
- নিয়োগ কারি আপনার সাথে ইমেইলে যেন যোগাযোগ করতে পারে তার জন্য প্রফেশনাল ইমেইল দিন।
- ঠিকানা আপডেট রাখুন শহর বা জেলা উল্লেখ করতে পারেন, তবে খুব বিস্তারিত ঠিকানা শুধুমাত্র প্রয়োজন হলে দিন।
- আপনার জন্মতারিখ বা লিঙ্গ প্রয়োজন যদি হয় তাহলে দিন।
- আপনার কোন ধর্ম শুধু প্রয়োজন হলে দিন।
- সিভিতে কোন ভুল তথ্য দেওয়া থাকলে বা বানান ভুল হলে সংশোধন করুন।
- অতিরিক্ত ব্যক্তিগত তথ্য না দেওয়াই ভালো।
- নিজের সম্পর্কে সত্য নিষ্ঠা তথ্য দিয়ে সিভি সম্পন্ন করুন।
- এবং সিভিটি দুই পৃষ্ঠার মধ্যে লিখার চেষ্টা করুন।
সিভিতে যে ১০টি তথ্য এড়িয়ে যাওয়া উচিত
- অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য অতিরিক্ত দেওয়া যেমন জন্মস্থান জাতীয় ধর্ম ইত্যাদি
- অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়ার লিংক সিভিতে উল্লেখ করা
- অপ্রয়োজনীয় অতিরিক্ত ঠিকানা ব্যবহার করা
- এবং সিভি ৩-৪ পৃষ্ঠা করে লেখা
- এবং সিভিতে বেশি বেশি বানান ভুল করে থাকা
- সিভিতে মিথ্যা তথ্য ব্যবহার করা যেমন শিক্ষগত যোগ্যতা না থাকলেও দেওয়া। এবং কাজের অভিজ্ঞতা দক্ষতা না থাকলেও উল্লেখ করা।
- অপ্রয়োজনীয় ছবি ব্যবহার করা
- এবং ব্যক্তিগত আর্থিক অবস্থা সিভির মধ্যে উল্লেখ করা
- প্রয়োজন ছাড়াই অন্য কারো সুপারিশ ব্যবহার করা
- কাজের দক্ষতা এবং শিক্ষকতা যোগ্যতার কথা অনেক ছোট ছোট করে তুলে ধরা
- চাকরির বিজ্ঞাপন অনুযায়ী সিভি তৈরি না করা



টেকি বাজার আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url