টেকনিক্যাল এসইও কি কিভাবে করবেন
টেকনিক্যাল এসইও কি কিভাবে করবেন সে সম্পর্কে আপনি কি বিস্তারিত জানতে ইচ্ছুক? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেলে টেকনিক্যাল এসইও A টু Z বিস্তারিত জানতে পারবেন।
এ আর্টিকেলের মূল বিষয় টেকনিক্যাল এসইও কি কিভাবে করবেন। এবং টেকনিক্যাল এসইও করে কি লাভ হয়। এবং টেকনিক্যাল এসিও কেন করা জরুরী টেকনিক্যাল ইসিওর এ টু জেড বিস্তারিত আলোচনা করা হবে।পোস্টস সূচিপত্রঃ টেকনিক্যাল এসইও কি কিভাবে করবেন
- টেকনিক্যাল এসইও কি কিভাবে করবেন
- টেকনিক্যাল এসইও কি এক নজরে দেখে নিন
- টেকনিক্যাল এসইও কি গুগলের র্যাঙ্কে - জন্য কি ভূমিকা রাখে
- টেকনিক্যাল এসইওতে স্কিমা মার্কাআপের ভূমিকা কী
- SEO ফ্রেন্ডলি URL স্ট্রাকচার এর ভূমিকা কি
- মোবাইল-ফ্রেন্ডলি ডিজাইনের গুরুত্ব
- ওয়েবসাইটের স্পিড এসইও অপ্টিমাইজেশন কেন জরুরী
- পাঠকের মতামত
টেকনিক্যাল এসইও কি কিভাবে করবেন
টেকনিক্যাল এসইও কি এবং এটি কিভাবে কাজ করে চলুন তাহলে নিচে বিস্তারিত আলোচনা করি। টেকনিক্যাল এসিও হল এটি এমন একটি ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত দিকগুলোর এমনভাবে উন্নত করার প্রক্রিয়া। ব্যবহারকারীর যদি পূর্বের অভিজ্ঞতা অনেক ভালো হয় তাহলে ওয়েবসাইটের গতি বৃদ্ধির জন্য মোবাইল ফোল্ডিং করা এবং এর পাশাপাশি সাইট ম্যাপ তৈরি করা।
যাতে সহজে ক্রল, ইনডেক্স গুগল দ্রুত বুঝতে পারে। এবং অপটিমাইজেশন সার্টিফিকেট ব্যবহার করলে এবং সকল সেটিংস যদি ঠিক থাকে তাহলে গুগল সার্চ ব্যাংকের উন্নতিতে সাহায্য করে। গুগল সার্চ ইঞ্জিল এর প্রথম স্থানে নিয়ে যেতে সাহায্য করে। এবং ওয়েবসাইটের পারফরমেন্স বৃদ্ধি করে।
- টেকনিক্যাল ইসইও করার সকল নিয়ম
- ইমেজ গুলো কমপ্রেস করুন এবং সঠিকভাবে ফরমেট গুলো ব্যবহার করুন
- ক্যাশিং সঠিক নিয়মে ব্যবহার করুন
- ওয়েবসাইটে অপ্রয়োজনীয় জাভাস্ক্রিপ্ট না থাকায় ভালো
- এবং ভাল হোস্টিং ব্যবহার করার চেষ্টা করুন
- অবশ্যই মোবাইল ফোল্ডিং সিস্টেম রাখা উচিত
- আপনার সাইট যেন সকল ডিভাইসে যেমন (মোবাইল, ট্যাবলেট, ডেস্কটপ) এগুলো যেন সঠিকভাবে দেখা যায়
- XML সাইট ম্যাপ তৈরি করে দ্রুত সাবমিট করা
- আপনার পেজের সব থেকে গুরুত্বপূর্ণ পেজগুলোর একটি সঠিক তালিকা তৈরি করুন এবং গুগল সার্চ কনসোল জমা করে দিন।
- Robots.txt সঠিক নিয়মে সেট করা এবং এর মাধ্যমে সার্চ ইঞ্জিলে কোন পেজ ক্রল করবে এবং করবে না তা এই ফাইলে নিয়ন্ত্রণ করবে। যদি সঠিক নিয়মে সেটআপ করা থাকে
- ssl সার্টিফিকেট https যদি সেট করা না থাকে তাহলে আপনার র্যাংকিং গতি কমিয়ে দিয়ে থাকে
- ব্রকেন লিংক ৪০৪ সঠিক নিয়মে ঠিক করুন কারণ এটি ইউজার googleগুগলের দুজনের জন্যই ক্ষতি করে।
টেকনিক্যাল এসইও কি এক নজরে দেখে নিন
টেকনিক্যাল এসইও কি? টেকনিকাল এসইও দিয়ে কিভাবে কাজ করা হয়। এবং টেকনিক্যাল এসইও না করলে কি হয় সে সম্পর্কে আমাদের থেকে অনেকে জানতে চেয়েছেন। চলুন তাহলে আর দেরি না করে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। টেকনিক্যাল এসইও এটি এমন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যেখানে আপনার ওয়েবসাইটে কে এমন প্রযুক্তিভাবে অপটিমাইজেশন করা হয়ে থাকে যাতে গুগল সহজে ক্রল ইনডেক্স এবং দ্রুত বুঝতে পারে
- আপনার ওয়েবসাইটের ভিতরের টেকনিক্যাল গুরুত্বপূর্ণ দিকগুলোকে সঠিক ভাবে ঠিক করে থাকে যেমনঃ
- ওয়েবসাইটের স্পিড বৃদ্ধি করে
- মোবাইল ফোল্ডিং ডিজাইন (মোবাইল, ট্যাবলেট, ডেস্কটপ) দেখানো যায়
- SSL (HTTPS) ব্যবহার করলে আপনার ওয়েবসাইট নিরাপদ থাকবে। এবং গুগল নিরাপদ ওয়েবসাইট গুলোতে বেশি গুরুত্ব দিয়ে থাকে
- সাইট ম্যাপ একটি ফাইল যেখানে সবথেকে গুরুত্বপূর্ণ পেজ গুলোর লিস্ট করা থাকে
- বোকেন লিংক সঠিক নিয়মে ঠিক করা। সঠিক নিয়মে ঠিক না করলে আপনার সাইডের রেঙ্ক বা ইউজার অভিজ্ঞতা নষ্ট করে দেয়।
- ইস্কামা মার্কআপ ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ বিসিএস কোড যোগ করে এবং গুগলকে কন্টেনগুলো সহজে বুঝতে সাহায্য করে
টেকনিক্যাল এসইও কি গুগলের র্যাঙ্কে - জন্য কি ভূমিকা রাখে
হ্যাঁ আপনি ঠিক শুনেছেন টেকনিক্যাল এসইও গুগলে র্যাঙ্কে এর জন্য বিশেষ ভূমিকা রাখে তো কিভাবে ভূমিকা রাখে চলুন তাহলে নিচে বিস্তারিত জেনে নেওয়া যাক। টেকনিক্যাল এসইও এটি আপনার ওয়েবসাইটকে এমন প্রযুক্তিক দিক দিয়ে প্রস্তুত করা হয়। যাতে গুগল সহজে আপনার ওয়েবসাইটটিকে ইনডেক্স করাতে পারে। এবং আপনার লেখা কন্টেনগুলো সঠিকভাবে বুঝতে পারে।
ওয়েবসাইটে টেকনিক্যাল এসইও জরুরী বিষয় যেগুলো যেমন লোডিং স্পিড দ্রুত, মোবাইল ভার্সন উন্নত, সাইট নিরাপদ এইচটিপিএস। যে সকল ওয়েবসাইটে এই সকল টেকনিক্যাল এসিওগুলো করা থাকে গুগল সেই ওয়েবসাইট গুলোকে নিরাপদ এবং রেংকিং যোগ্য বলে গুগল মনে করে তাই এ সকল ওয়েবসাইটগুলো দ্রুত রেঙ্ক করে। এবং এই ওয়েবসাইট গুলোতে ভিজিটর অনেক বেশি হয়।টেকনিক্যাল এসইওতে স্কিমা মার্কাআপের ভূমিকা কী
স্কিমা মার্কআপ এর প্রধান কাজ হল আপনার ওয়েবসাইটের কন্টেনগুলোকে আকর্ষণীয় ইস্মার্ট ভাবে গুগল এর সামনে উপস্থাপনা করে। এবং এতে করে google সহজে আপনার কনটেন্টগুলোকে বুঝতে পারে স্কিমা যোগ করলে করা হলে গুগল বুঝতে পারে আপনি কোন ধরনের লিখেছেন। এবং আপনি কনটেন্টটি কোন উদ্দেশ্যে লিখেছেন এবং কি তথ্য দিয়েছেন তা google স্পষ্টভাবে বুঝতে পারে।
আরো পড়ুনঃ google এডসেন্স একাউন্ট খুলতে এখানে ক্লিক করুন
আর যখন গুগল একটি কনটেন্ট স্পষ্ট ভাবে বুঝতে পারে কোন উদ্দেশ্যে লেখা আছে এবং কোন ধরনের তথ্য দিয়ে লেখা আছে। তখন google সে কনটেন্ট গুলোকে রেঙ্কে এর প্রথম দিকে নিয়ে যায়। এবং সে কন্টেন গুলোতে অনেক বেশি ভিজিটর হয়ে থাকে আর অনেক ভিজিটর হওয়ার কারণে গুগল এড চালানোর পারমিশন দেয়। আর সেখান থেকে একজন ব্যক্তি প্রতিমাসে এক থেকে দুই লক্ষ টাকা আয় করতে পারে।
SEO ফ্রেন্ডলি URL স্ট্রাকচার এর ভূমিকা কি
SEO ফ্রেন্ডলি URL স্ট্রাকচার আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং, ইউজার এক্সপিরিয়েন্স এবং গুগলকে বুঝাবার জন্য ক্ষমতাকে সরাসরি প্রয়োগ করে থাকি। সহজ ভাষায় ছোট ছোটও কিওয়ার্ড এবং সেই পেজে কি লিখা আছে এবং কোন ধরনের তথ্য দেওয়া আছে গুগলকে দ্রুত বুঝতে সাহায্য করে।
SEO ফ্রেন্ডলি URL গুগলকে শর্টকাটে পুরো কন্টেন্টই বুঝতে সাহায্য করে এবং র্যাঙ্কিংয়ের সম্ভাবনা বাড়ে। পাঠক ওয়েবসাইটটি বিশ্বাসযোগ্য বলে মনে হয়। এবং ওয়েবসাইটের ক্লিক-থ্রু রেট (CTR) বাড়ায়। এবং ইউজার খুব সহজে আর্টিকেলটিকে শেয়ার করতে পারে।
মোবাইল-ফ্রেন্ডলি ডিজাইনের গুরুত্ব
মোবাইল ফোল্ডিং ডিজাইন করার ফলে ভিজিটর বেশি পাওয়া যায়। এবং ক্লিক অনেক বেশি হয়। কারণ বর্তমান সময়ে ল্যাপটপ বা ডেস্কটপ এর থেকে ২০% ভিজিটর পাওয়া যায়। এবং .৮০% ভিজিটর মোবাইল ফোন থেকে আসে তাই ওয়েবসাইটের ডিজাইন অবশ্যই মোবাইল ফোল্ডিং হতে হবে। তাহলে google আপনার ওয়েবসাইট থেকে সরাসরি র্যাঙ্কিংয়ে নিয়ে যাবে।
আরো পড়ুনঃ গেম খেলে টাকা আয় করতে এখানে ক্লিক করুন
আর যদি মোবাইল ফোল্ডিং সিস্টেম না থাকে তাহলে র্যাঙ্কিংয়ে এ যাওয়া সম্ভাবনা অনেক কম। এবংবাইল ফ্রেন্ডলি যদি হয় তাহলে বাউন্স রেট কমে থাকে এবং র্যাঙ্ক প্রথমে থাকা সম্ভাবনা রয়েছে। এবং মোবাইল ফোল্ডিং এ ডিজাইনের দ্রুত লোড স্পিরিট বৃদ্ধি পায়। এবং google এ একাধিক পোস্টের সাথে প্রতিযোগিতায় এগিয়ে থাকে। এ সকল কারণের জন্য মোবাইল ফোল্ডিং ডিজাইন করা জরুরী।
ওয়েবসাইটের স্পিড এসইও অপ্টিমাইজেশন কেন জরুরী
ওয়েবসাইটের স্পিড অপ্টিমাইজেশন এসইও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ওয়েবসাইটে যত দ্রুত লোড হবে, সে ওয়েবসাইটে তত বেশি ভিজিটর ধরে রাখা যায় এবং google যে সকল ওয়েবসাইট দ্রুত লোড হয় সে সকল ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে অগ্রাধিকার দিয়ে থাকে। এবং গুগল স্পিডকে সম্পূর্ণ ওয়েবসাইট গুলোকে একটি অফিসিয়াল র্যাঙ্কিং ফ্যাক্টর এর তালিকায় রাখে।
যে সকল ওয়েবসাইট দ্রুত লোড হয় সে সকল ওয়েবসাইটে পাঠকরা সন্তুষ্ট থাকে। আর যে সকল ওয়েবসাইট দ্রুত লোড হয় না সে সকলে ওয়েবসাইটে পাঠকের বিরক্ত হয়ে সাইড থেকে বের হয়ে যায়। গবেষণা করে পাওয়া গেছে কোন ওয়েবসাইট যদি।৩ সেকেন্ডের সময় লাগে ওপেন হতে। সে সকল ওয়েবসাইটে ৫০ % ভিজিটর ওয়েবসাইট থেকে বের হয়ে আছে।আরো পড়ুনঃ ফেসবুক থেকে টাকা আয় করতে এখানে ক্লিক করুন
আপনার ওয়েবসাইট যদি দ্রুত লোড হয়ে যায় তাহলে পাঠক সে ওয়েবসাইটে দীর্ঘ সময় ধরে ওয়েবসাইটের মধ্যে থাকে। এ সকল কারণ এবং ওয়েবসাইটকে র্যাঙ্কিংয় নিয়ে যাওয়ার জন্য ওয়েবসাইটে্র স্পিড এসইও অপটিমাইজেশন করা থাকতে হবে ওয়েবসাইট যেন ওপেন হতে সর্বোচ্চ ২ সেকেন্ড সময় লাগে।
পাঠকের মতামত
টেকনিক্যাল এসইও কি কিভাবে করবেন প্রিয় পাঠক আশাকরি পুরো আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ে বিস্তারিত জেনে গেছেন। কারণ এ আর্টিকেলের মধ্যে টেকনিক্যাল এসইও কিভাবে করতে হয় এবং কিভাবে করবেন। এবং কিভাবে করলে দ্রুত আপনার ওয়েবসাইটটি রাঙ্কের প্রথম স্থানে যাবে। সেই সম্পর্কে এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করেছি।
ওয়েব সাইটটি মোবাইল ফোল্ডিং তাছাড়া আরো বিভিন্ন ধরনের কাজগুলো কিভাবে করবেন সেই সম্পর্কে আর্টিকেলে পড়ে আপনি বিস্তারিত জেনে গেছেন। এবং আশা করি পুরো আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। প্রিয় পাঠক আপনার সুস্থতা ও কল্যাণ কামনা করে আজকের আর্টিকেল রাইটিং এখানে সমাপ্ত করছি টেকি বাজার।
টেকি বাজার আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url