কাতারে কোন কাজে বেতন বেশি - এবং কোন কাজের চাহিদা বেশি রয়েছে
touhid it
৭ ডিসে, ২০২৫
কাতারে কোন কাজে বেতন বেশি সম্পর্কে আপনি কি বিস্তারিত জানতে ইচ্ছুক? তাহলে
আজকের আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেল থেকে জানতে পারবেন কাতারে কোন কাজে কত
বেতন সে সম্পর্কে বিস্তারিত।
আজকের আলোচনার মূল বিষয় কাতারে কোন কাজে বেতন বেশি এবং কোন কাজগুলো চাহিদা বেশি
রয়েছে। এবং কোন কাজ গুলোতে অল্প পরিশ্রম করে অধিক টাকা উপার্জন করা যায়। সেই
সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
পোষ্ট সূচিপত্রঃ কাতারে কোন কাজে বেতন বেশি - এবং কোন কাজের চাহিদা বেশি রয়েছে
প্রিয় পাঠক আমাদের থেকে অনেকে জানতে চেয়েছেন কাতারে কোন কাজে বেতন বেশি পাওয়া
যায়। এবং কোন কাজগুলোর চাহিদা বেশি রয়েছে। এবং কোন কাজগুলোতে পরিশ্রম কম করে
অধিক টাকা আয় করা যায়। সেই সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন অনেকে চলুন
তাহলে আর দেরি না করে নিচে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আপনারা সকলে জানেন কাতার একটি বিশ্বের মধ্যে উন্নত রাষ্ট্র। কাতারে টাকার
মান বাংলাদেশের থেকে অনেক বেশি। কাতার সরকার বিশেষ করে যে সকল কর্মীগুলো নিয়োগ
দিয়ে থাকে এবং যে সকল কাজগুলোকে মূল্যায়ন করে থাকে যেমন ইলেকট্রিশিয়ান,
টেকনেশিয়ান, আইডি ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ম্যানেজমেন্ট , কার
ড্রাইভার ইত্যাদি। এ সকল কাজে ব্যাপক চাহিদা রয়েছে
ইলেকট্রিশিয়ানঃ কাতারে ইলেকট্রিশিয়ান এ কাজটির চাহিদা ব্যাপক রয়েছে। এবং
এই কাজটি থেকে প্রতিমাসে বাংলাদেশী টাকায়। ১ লক্ষ ৫০ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে
ইনকাম করা সম্ভব প্রথম মাস থেকে এবং অভিজ্ঞতা যত বাড়বে আপনার বেতন ততো বেশি
বাড়তে থাকবে।
আইডি ইঞ্জিনিয়ারঃ আপনি যদি একজন আইটি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলে আপনার
জন্য কাতার হতে পারে সৌভাগ্যের চাবিকাঠি। কাতারে বিশেষ করে আইটি ইঞ্জিনিয়ার
ব্যাপক চাহিদা দেখা দিয়েছে। সেখানে প্রথম মাসে ১ লাখ ৭০ থেকে ২ লাখ টাকা পর্যন্ত
বেতন দেওয়া হবে এমন সংবাদ প্রকাশ করেছেন কাতার সরকার।
টেকনেশিয়ানঃ আপনি যদি একজন অভিজ্ঞ দক্ষ টেকনেশিয়ান হয়ে থাকেন তাহলে আপনার
ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারেন। কাতার টেকনেশিয়ান এর ব্যাপক চাহিদা দেখা
দিচ্ছে। অভিজ্ঞ টেকনিশিয়ান এর কাজের ব্যাপক বেতন দিচ্ছে কাতার সরকার। এবং
কাতার সরকার আপনার জন্য ফ্রিতে ভিসা দিচ্ছে তাহলে আর দেরি কেন আপনি যদি যোগ্য
টেকনিশিয়ান হয়ে থাকেন।
এ সকল কাজের অভিজ্ঞতা যাদের আছে তাদের জন্য দারুন সুযোগ চলছে। এ সকল কাজগুলোতে
যাদের অভিজ্ঞতা রয়েছে এবং এ সকল কাজগুলোতে যারা এক্সপার্ট। তারা চাইলে বর্তমান
সময়েও অল্প খরচে কাতার যেতে পারেন। কাতারে ব্যাপক এ সকল কাজের চাহিদা দেখা
দিয়েছে। এবং এ সকল কাজে ব্যাপক বেতন রয়েছে। যা বাংলাদেশী টাকায় প্রতি মাসে
স্যালারি দাঁড়াই প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকারও বেশি।
বর্তমান কাতারে কোন কাজের চাহিদা বেশি
আমাদের থেকে অনেকে জানতে চেয়েছেন বর্তমান সময়ে কাতারে কোন কাজে চাহিদা বেশি।
এবং কোন কাজ গুলোর বেতন বেশি। এবং কোন কোন কাজগুলোর চাহিদা বেশি রয়েছে এবং
বেতন বেশি রয়েছে সে সকল কাজের আপনারা আমাদের থেকে একটি লিস্ট চেয়েছিলেন। তাই
আপনাদের জন্য আমরা একটি সুন্দর করে লিস্ট তৈরি করেছি। চলুন তাহলে নিচে বিস্তারিত
জেনে নেওয়া যাক
কাজ
রিয়েল
টাকা
ইলেকট্রিশিয়ানের কাজ
২৫০০ -৩৬০০
৯০০০০ - ১১৬০০০
এসি টেকনিশিয়ানের
২৫০০ -৩৬০০
৯০০০০ - ১১৬০০০
আইটি ইঞ্জিনিয়ারের
২৫০০ -৩৬০০
৯০০০০ - ১১৬০০০
ড্রাইভারের কাজ
২৫০০ -৩৬০০
৯০০০০ - ১১৬০০০
বাবুর্চির কাজ
১৪০০ - ২০০০
৪৩০০০ - ৬৫০০০
রেস্টুরেন্টের
১৪০০ - ২০০০
৪৩০০০ - ৬৫০০০
ফ্যাক্টরি শ্রমিকের
১৪০০ - ২০০০
৪৩০০০ - ৬৫০০০
হাসপাতাল ক্লিনারের
১৪০০ - ২০০০
৪৩০০০ - ৬৫০০০
মসজিদ ক্লিনারের
১৪০০ - ২০০০
৪৩০০০ - ৬৫০০০
ফায়ার ম্যানেজমেন্টের
২৫০০ -৩৬০০
৯০০০০ - ১১৬০০০
মেকানিক্যাল কাজ
২৫০০ -৩৬০০
৯০০০০ - ১১৬০০০
প্লাম্বারের
২৫০০ -৩৬০০
৯০০০০ - ১১৬০০০
প্রিয় পাঠক উপরে দেওয়া কাজের লিস্ট এবং বেতনের লিস্ট দেখে আশা করি বুঝতে পারছেন
কোন কাজে কত বেতন। উপরে দেওয়া লিস্টে যে সকল কাজের টাকা লিখা আছে তার থেকে
আপনি যদি আরও বেশি টাকা ইনকাম করতে চান। তাহলে আপনাকে উপরে দেওয়া কাজ গুলোতে
ভালো দক্ষ এবং এক্সপার্ট হতে হবে। তাহলে আপনি আরো বেশি টাকা ইনকাম করতে পারবেন
বর্তমান এ কাজগুলোর ব্যাপক চাহিদা রয়েছে।
কাতারে ডাক্তার ও ইঞ্জিনিয়ার এদের বেতন কেন সর্বোচ্চ
কাতারে ডাক্তার এবং ইঞ্জিনিয়ারদের সর্বোচ্চ বেতন দিয়ে থাকেন কাতার সরকার। এর
পিছনে বাস্তব কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে চলুন তাহলে আর দেরি না করে সে
সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। কাতারে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হওয়ার জন্য
অত্যন্ত দক্ষ হতে হয় এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হয়। আর এই দুইটি পেশায় যারা
কাজ করে তাদের অনেক দায়িত্ব বেশি থাকে। এবং কাজে অনেক ঝুঁকিও থাকে।
কাতারে উচ্চমানের ইঞ্জিনিয়ার এবং উচ্চমানের ডাক্তার এর সংখ্যা অনেক কম তাই কাতার
সরকার এদের বেতন অনেক বেশি দিয়ে থাকে। দু’জনেরই কাজের জন্য অনেক উচ্চ
স্তরের শিক্ষা, ট্রেনিং, অভিজ্ঞতা ও লাইসেন্স এর প্রয়োজন পড়ে।এবং ডাক্তাররা
মানুষের জীবন বাঁচানন জন্য ভূমিকা পালন করে এবং ইঞ্জিনিয়ার মানুষকে নিরাপদ
ভাবে বসবাস করার জন্য কোটি কোটি টাকার নিরাপদ ভাবে কমপ্লিট করে।
এবং ডাক্তারের যদি ভুল চিকিৎসায় কোন রোগী মারা যায়। তাহলে ডাক্তারের উপর মামলা
করা হবে এবং এর শাস্তি অনেক কঠিন এবং ভয়াবহ হয়ে থাকে এমনকি ফাঁসিও হতে পারে। আর
ইঞ্জিনিয়ারের যদি বিল্ডিং বা প্রজেক্টের ডিজাইনে ভুল করে এবং সে বিল্ডিং
যদি ভেঙে পড়ে। এবং অনেক মানুষ মারা যায় ফলে ইঞ্জিনিয়ার কে এর উপর মামলা হয়
এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি হয়ে থাকে কাতারের নিয়ম অনুযায়ী।
কাতারে কনস্ট্রাকশন সেক্টরে কোন কাজে কত বেতন
কাতারে কনস্ট্রাকশন সেক্টরে নতুন শ্রমিক অথবা সাধারণ শ্রমিকের বেতন দক্ষ শ্রমিকের
থেকে অনেক কম দেয়া হয়ে থাকে। কিন্তু আপনার কাজ এবং কোম্পানির উপর আপনার বেতনটা
অনেকটাই নির্ভর করে। এবং মাসে প্রায় ১৫০০ থেকে ২১০০ রিয়াল পর্যন্ত কোম্পানি
বেতন দিয়ে থাকি সাধারণ অথবা নতুন কর্মীকে।
কার্পেন্টার, মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার বা ওয়েল্ডার এ সকল কাজগুলো
আপনি যদি মোটামুটি ভাবে পারেন। খুব ভালোভাবে না জানলেও হবে মোটামুটি ধারণা যদি
থাকে আপনার তাহলে প্রতি মাসে আপনি ১৮০০ থেকে ২৫০০ রিয়াল পর্যন্ত ইনকাম করতে
পারবেন। এ সকল কাজগুলোর কাতারে বর্তমান সময়ে অনেক চাহিদা রয়েছে।
আর আপনি যদি ইঞ্জিনিয়ার, সুপারভাইজার হয়ে সাইডে দেখাশুনা করতে পারেন
তাহলে আপনার প্রতি মাসে প্রায় ৭,০০০ থেকে ১৭,০০০ রিয়াল ইনকাম করতে পারবেন কখনো
এর থেকে আরও বেশি ইনকাম করতে পারবেন।কাতারে আপনার কাজের বেতন সাধারণত নির্ধারণ
করা হয় আপনার কাজের ধরন দক্ষতা এবং কোম্পানির সুবিধা এগুলো মেনে। সাধারণত বেতন
দেওয়া হয়ে থাকে এবং আশা করি কাতারে কোন কাজে বেতন বেশি
ভাষা শিখে কাতারে যাওয়ার সুবিধা
ভাষা শিখে কাতারে যাওয়ার অনেকগুলো সুবিধা রয়েছে চলুন তাহলে সে সুবিধা গুলো নিচে
বিস্তারিত জেনে নেওয়া যাক। কাতারে যাওয়ার পূর্বে আপনি কিছু ইংরেজি এবং কিছু
আরবি ভাষা শিখে যাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে। ফলে
কাজ করার সময় কর্মীদের সাথে কাজের সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। এবং
কর্মীদের সাথে একটি সুন্দর সম্পর্ক তৈরি করতে পারবেন।
এবং আপনার ব্যক্তিগত সমস্যাগুলোর খুব সহজে সমাধান করতে পারবেন যেমন বাজার,
দোকান, ব্যাংক, সরকারি অফিসে প্রয়োজনীয় কাগজপত্র তথ্য এ ধরনের সকল সমস্যাগুলো
আপনি নিজেই সমাধান করতে পারবেন। পাশাপাশি নিজের দক্ষ কাজের দক্ষতা নিয়ে
কোম্পানির সাথে আলোচনা করতে পারবেন এবং নিজের সেলারি নিয়ে কোম্পানির সাথে
আলোচনা করতে পারবেন। ফলে কোম্পানির খুশি হয়ে আপনার সেলারি বাড়িয়ে দিবে।
এবং সহজ ভাষায় বলা যায় আপনার কাজের দক্ষতা যদিও কম হয় কোম্পানির সাথে যদি
ডিসকাস করতে পারেন তাহলে আপনার বেতন অনেকটাই বেড়ে যাবে। এবং আপনার থেকে দক্ষ
যারা কাজে তারা যদি কোম্পানির সাথে ডিসকাস করতে না পারে তাহলে তাদের থেকে আপনি
বেশি বেতন পাবেন। কোম্পানির সাথে কাজ নিয়ে ডিসকাস করার জন্য আপনাকে
সুযোগ সুবিধা বেশি দেওয়া হবে।
ভাষা না শিখে কাতারে গেলে যে অসুবিধা গুলো হবে
কাতারে আপনি যদি ভাষা না শিখে যান তাহলে যে সমস্যা গুলোই ভুগবেন চলুন তাহলে সে
সমস্যা গুলো নিয়ে নিজে বিস্তারিত আলোচনা করি।
প্রথম সমস্যা হল আপনি তাদের কথা বুঝতে পারবেন না। এবং কথা বলতে না পারায়
সঠিক কাজ করতে পারবেন না ভুল বেশি করবেন।
যোগাযোগ করতে আপনার কষ্ট হবে এবং সহকর্মীদের কথা না বুঝতে পারায় আপনার কাজের
গতি কমে যাবে
আপনার প্রয়োজনীয় সব জায়গায় অন্যের উপর নির্ভরশীল হতে হবে যেমন
অফিস হাসপাতাল বাজার ইত্যাদি
নিজের বেতন বা স্যালারি নিয়ে কোম্পানির সাথে কথা না বলতে পারা ফলে স্যালারি
বৃদ্ধি না পাওয়া
ভাষা না বুঝতে পারায় ভুল বুঝাবুঝি ব্যক্তি হয় এবং ঝগড়া হওয়ার সম্ভাবনা
থাকে
ভাষা না জানার ফলে পদোন্নতি কোম্পানির সুযোগ সুবিধা এর সকল বিষয় থেকে বঞ্চিত
হবেন
তাই প্রবাসে যাওয়ার পূর্বে ভাষা শিখুন নিজের লাইফ সুখী ভাবে গরুন এবং
কোম্পানির সকল সুযোগ-সুবিধা ভোগ করুন। উন্নত জীবন গড়ুন সবার থেকে এক ধাপ এগিয়ে
থাকুন। আপনার কাজের দক্ষতার চেয়ে আপনার ভাষা শিখার বেশি জরুরী।
কাতারে কর্মীদের সুযোগ সুবিধা কেমন
কাতারের কর্মীদের যে সকল সুযোগ সুবিধা গুলো দিয়ে থাকে আমাদের থেকে অনেকে জানতে
চেয়েছেন। চলুন তাহলে আর দেরি না করে কাতারের সকল সুযোগ সুবিধা গুলো পয়েন্ট
আকারে বিস্তারিত আলোচনা করি।
কোম্পানিগুলো সাধারণত কর্মীদের ফ্রি থাকার সুযোগ করে দেয়
কাতারের কোম্পানিগুলো কর্মীদের তিনবারের খাবার ফ্রিতে দিয়ে থাকে
ফ্রি ট্রান্সপোর্ট বিভিন্ন জায়গায় কাজে যাওয়ার জন্য যাতায়াতের
ব্যবস্থা করে দিয়ে থাকে
এবং কর্মীদের স্বাস্থ্য চিকিৎসা সুবিধা বীমা বিভিন্নভাবে
তাদের সুযোগ সুবিধা দেয়া হয়ে থাকে।
কাতারে আপনি যদি অতিরিক্ত কাজ করেন তাহলে আপনাকে অতিরিক্ত বেতন দেয়া হয়ে
থাকে। যেটাকে বলা হয় ওভারটাইম
কাতারের কোম্পানিগুলো নিয়ম অনুযায়ী সকল কোম্পানি সময় মতন কর্মীদের বেতন
পরিশোধ করে
আপনার যদি চুক্তির সময় শেষ হয়ে যায় তাহলে কাতার কোম্পানি আপনাকে টিকিট এবং
ছুটির বিভিন্ন সুবিধা গুলো দিয়ে থাকে
আপনার সেটটির জন্য ও কাজের নিরাপত্তা জন্য হেলমেট জুতা গ্লোবস ইত্যাদি উন্নতমানের
দিয়ে থাকে
এবং আপনি কাতারে দীর্ঘমেয়াদী চাকরি করতে পারবেন কাতারের নিয়ম অনুযায়ী।
কাতারে যাওয়ার পূর্বে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন কেন
কাতারে যাওয়ার পূর্বে অভিজ্ঞতা থাকা প্রয়োজন কেন এই সম্পর্কে আমাদের থেকে
অনেকেই জানতে চেয়েছেন চলুন তাহলে আর দেরি না করে নিচে বিস্তারিত জেনে নেওয়া
যাক। প্রিয় পাঠক উপরে কাতারে কোন কোন কাজগুলো বেশি চাহিদা রয়েছে সে সম্পর্কে
বিস্তারিত আলোচনা করেছি তাই আবার নতুন কাজের যে সকল কাজের চাহিদা রয়েছে তা
আলোচনা করছি না।
কাতারে যাওয়ার পূর্বে অবশ্যই আপনি কাজ শিখে যাবেন। এবং যে কাজগুলো চাহিদা রয়েছে
সে কাজগুলো শিখে যাওয়ার চেষ্টা করবেন। কার। যারা কাজ জানে এবং কাজের দক্ষতা
রয়েছে তাদের বেতন অনেক টাকা দেওয়া হয়। এবং যারা কাজ জানে না তাদের বেতন অনেক
কম দেওয়া হয় বা অর্ধেক বেতন দেওয়া হয় এমন তথ্য পাওয়া যায়। তাই অবশ্যই কাজে
যাওয়ার পূর্বে কাজ শিখে নিন।
লেখক এর মতামত
প্রিয় পাঠক আশা করি পুরো আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ে কাতারে কোন কাজে
বেতন বেশি সে সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পেরেছেন। কারণ এই আর্টিকেলে আলোচনা
করা হয়েছে কোন কাজ গুলোতে বেশি বেতন দেয়া হয় এবং কাতারে কোন কাজগুলোর চাহিদা
বেশি রয়েছে। এবং কাতারে শ্রমিকদের কি কি সুযোগ-সুবিধা দেয়া হয় সেই সম্পর্কে
পুরো আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এবং কাতারে যাওয়ার পূর্বে কাজ শিখে নেওয়া কেন জরুরী। এবং কাতারের ভাষা শিখে
গেলে কি সুযোগ-সুবিধা রয়েছে। এবং ভাষা না শিখে গেলে কি অসুবিধা রয়েছে সে
সম্পর্কে আশা করি আপনি বিস্তারিত জানতে পেরেছেন প্রিয় পাঠক আপনার সুস্থতা ও
কল্যাণ কামনা করে আজকের আর্টিকেল রাইটিং এখানে সমাপ্ত করছি টেকি বাজার।
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও অর্ডিনারি আইটির সিনিয়র সাপোর্ট ইঞ্জিনিয়ার।
তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন।
৫ বছরের অভিজ্ঞতায় তিনি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।
টেকি বাজার আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url