মালেশিয়া পাম বাগানে কাজের বেতন
শ্রদ্ধেয় পাঠক মালেশিয়া পাম বাগানে কাজ করে প্রতিমাসে কত টাকা আয় করা যায় সে সম্পর্কে আপনি কি বিস্তারিত জানতে ইচ্ছুক। তাহলে আজকের এই কনটেন্ট পোস্টটা শুধু আপনার জন্য। আমরা আমাদের এই কনটেন্ট পোস্টার মধ্যে তুলে ধরার চেষ্টা করব মালয়েশিয়া পাম বাগানে কাজ করার সুযোগ সুবিধা এবং প্রতি মাসে কত টাকা আয় করা যায়। চলুন তাহলে বিস্তারিত নিচে জানা যাক।
বর্তমান সময়ে অনেকে মালয়েশিয়া পাম বাগানে কাজে যেতে ইচ্ছুক। তাদের জন্য
আমাদের এই পোস্টটা অনেক গুরুত্বপূর্ণ। এই পোষ্টের মধ্যে আমরা তুলে ধরব পাম বাগানে
কাজ করার সুযোগ, সুবিধা, এই পোষ্টের মধ্যে বিস্তারিত থাকছে
ইনশাআল্লাহ।
পোস্ট সূচিপত্রঃ মালেশিয়া পাম বাগান কাজের বেতন
- মালেশিয়া পাম বাগানে কাজের বেতন
- মালোশিয়া পাম বাগানের সর্বনিম্ন বেতন
- মালয়েশিয়া পাম বাগানে কাজ করার নিয়ম
- মালয়েশিয়ায় সর্বোচ্চ বেতন কোন কাজগুলোতে পাওয়া যায়
- মালয়েশিয়ায় কোন কাজগুলোর চাহিদা বেশি
- পাসপোর্ট ভিসা তৈরির আগে সতর্ক মূলক তথ্য
- মালয়েশিয়া পাম বাগানে কাজের সুবিধা
- শেষ কথা ও গুরুত্বপূর্ণ টিপস
মালেশিয়া পাম বাগানে কাজের বেতন
বর্তমান পাম বাগানে কাজের বেতন ৩৫০০০ থেকে ১ লক্ষ ১০ হাজার পর্যন্ত বেতন হয়ে
থাকে বাংলাদেশী টাকায়। মালয়েশিয়া পাম বাগানে বিভিন্ন কাজের ধরন ও দক্ষতা
ভেদে বেতন কমবেশি হয়ে থাকে। মালয়েশিয়ায় কাজের বেতন কত না জানলে এজেন্সি
বা দালালে মিথ্যা বেতন সম্পর্কে বলে আপনার কাছে তারা অতিরিক্ত টাকা হাতিয়ে
নিবে। তাই আপনি অনাকাঙ্ক্ষিত ভাবে প্রতারিত হাত থেকে নিজেকে সেভ রাখার জন্য
পুরো আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
মালোশিয়া পাম বাগানের সর্বনিম্ন বেতন
বাংলাদেশী টাকায় ৩৫০০০ থেকে শুরু করে ৭০ হাজার পর্যন্ত হয়ে থাকে সর্বনিম্ন
মালয়েশিয়া পাম বাগানের বেতন। বর্তমান সময়ে অনেকেই মালিসিয়া গিয়ে
প্রতারিত হয়েছে এজেন্সি বা দালালের চক্রে পড়ে মালয়েশিয়া যাওয়ার পূর্বে তাদের
বলেছিল ৭০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার পর্যন্ত বেতন দেয়া হবে
কিন্তু পরক্ষনে গিয়ে দেখা গেছে ৩৫ থেকে ৪০ হাজারের মধ্যে বেতন সীমাবদ্ধ । কারণ আপনি মালয়েশিয়া পাম বাগান এর বেতন সম্পর্কে না জানায় দালালে অথবা এজেন্সি মিথ্যা বেতনের প্রলভ্য দেখিয়ে আপনার কাছ থেকে অনেক বেশি টাকা প্রতারিত করে নিয়েছে
মালয়েশিয়া পাম বাগানে কাজ করার নিয়ম
বর্তমান সময়ে বাংলাদেশ থেকে অনেক যুবক মালয়েশিয়া পাম বাগানে কর্মী হিসেবে
গিয়ে থাকে। কিন্তু তাদের কোন পূর্ব অভিজ্ঞতা ও দক্ষতা কাজ করা সম্পর্কে
থাকে না । কারণ এই ধরনের কাজ করার জন্য তেমন কোন পূর্ব অভিজ্ঞতা ও দক্ষতার
প্রয়োজন পড়ে না। শারীরিক শক্তি দিয়ে এ ধরনের কাজ করে থাকে
সবাই। মালয়েশিয়া পাম বাগানি সর্বনিম্ন প্রতিদিন আট ঘন্টা ডিউটি করে থাকতে
হয়
এবং বেশিরভাগ বাঙালি বা বাংলাদেশিরা ওভার ডিউটি করে থাকে । ওভার ডিউটিগুলো তারা
মালিকের সাথে চুক্তি করে করে এক ঘন্টা ওভার ডিউটি করব তার জন্য বাংলাদেশী টাকায়
৫০০ টাকা নিব এ ধরনের চুক্তি করা হয়ে থাকে। এখান থেকে একটা ভালো মানের টাকা
বেনিফিট হিসাবে পেয়ে থাকে। ওভার ডিউটির মাধ্যমে প্রতিমাসে দেখা যায় ১৫০০
টাকা বেশি ইনকাম করে থাকে মালয়েশিয়া পাম বাগানে।
মালয়েশিয়ায় সর্বোচ্চ বেতন কোন কাজগুলোতে পাওয়া যায়
প্রিয় পাঠক মালয়েশিয়ায় সর্বোচ্চ বেতন কোন কাজগুলোতে পাওয়া যায় আপনি কি জানতে আগ্রহী তাহলে চলুন নিচে বিস্তারিত জেনে নিন? মালয়েশিয়া সরকার মালয়েশিয়ায় ৪ টি কাজের অভিজ্ঞতা যাদের থাকে তাদের সর্বোচ্চ বেতন দিয়ে থাকেন চলুন সে ৪ টি কাজ সম্পর্কে নিচে বিস্তারিত জেনে নিন।
- ইলেকট্রনিক
- ড্রাইভিং
- ওয়েল্ডিং
- কন্ট্রাকশন
এই ৪ টি কাজের অভিজ্ঞতা যাদের রয়েছে তারা প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করে
থাকে।
ইলেকট্রনিক বলতে যে সকল ধরনের কাজ করিয়ে থাকেন যেমন ইয়েসি , সিসি ক্যামের, এবং
বড় বড় প্রজেক্ট এর বিদ্যুৎ সার্ভিস এই ধরনের সকল কাজগুলি । এ সমস্ত কাজগুলিতে
তারা অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণ টাকা দিয়ে থাকে এবং এই ধরনের কাজের মান
অনেক ভালো । এবং ইনকামও অনেক করা সহজ তাই আপনি যদি মালয়েশিয়ায় প্রবাসী হতে
চান তাহলে এ কাজটি আপনি শিখে যেতে পারেন।
ডাইভিং আপনি যদি একজন ভালো কার ডায়েব করতে পারে। তাহলে আপনাকে মাসে ১ লক্ষ ওপরে
স্যালারি দেওয়া হবে এ কাজটি অনেক সহজ ।
আপনি যদি ওয়েল্ডিং এর কাজের একজন দক্ষ সম্পূর্ণ কর্মী হন তাহলে আপনি প্রতি মাসে
এক লক্ষ টাকারও বেশি ইনকাম করতে পারবেন । ওয়েল্ডিং এর কাজগুলো সাধারণত আপনি যদি
জাহাজে বা সমুদ্রের জাহাজ গুলোতে কাজ করতে পারেন তাহলে প্রতি
মাসে আপনি ১ লক্ষ ৫০ হাজার টাকার ও বেশি সেলারি পাবেন।
কনট্রাকশন এই ধরনের কাজগুলোতে সাধারণত আমাদের দেশে তেমন বেতন বা স্যালারি পাওয়া
যায় না । কিন্তু এই কাজগুলো যদি বিদেশে করা হয় তাহলে প্রচুর টাকা ইনকাম করা
সম্ভব যেমন মালয়েশিয়ায় একজন কন্ট্রাকশনের কাজের ভালো অভিজ্ঞতা দক্ষতা থাকে
তাহলে তাকে প্রতি মাসে ১ লক্ষ টাকারও বেশি সেলারি দেয়া হয়ে থাকে। যেটি বাংলাদেশ
দেয়া হয়ে থাকে ৪ মাসে
মালয়েশিয়ায় কোন কাজগুলোর চাহিদা বেশি
মালয়েশিয়া একটি উন্নয়নশীল রাষ্ট্র বিভিন্ন ধরনের কাজের ক্যাটাগরি থাকে
এবং বিভিন্ন কাজের বিভিন্ন ক্যাটাগরিতে মালেশিয়া সরকার বেতন দিয়ে থাকে।
বর্তমান সময়ে মালেশিয়ায় যে ধরনের কাজ গুলো চাহিদা বেশি চলুন সেই ধরনের এবং সেই
কাজ গুলো বিস্তারিত নিচে জেনে নিই
- কনট্রাকশন শ্রমিক।
- কারখানা শ্রমিক।
- পাম বাগানের শ্রমিক।
- ইলেকট্রিশিয়ান।
- পেইন্টিং।
- ড্রাইভিং।
- ওয়েল্ড।
- কফি সফ ওয়েটার
এ ধরনের কাজগুলো মালয়েশিয়ায় এখন প্রচুর চাহিদা রয়েছে। আপনি যদি মনে করেন
আমি মালেশিয়া যাব তাহলে অবশ্যই উপরের দেওয়া এক একাধিক কাজের অভিজ্ঞতা
অর্জন করে আসবেন। একাধিক কাজ আপনি যদি দক্ষ হয়ে থাকেন তাহলে
মালয়েশিয়ায় আপনার কাজের কোন অভাব হবে না। আপনাকে বেকার হয়ে বসে থাকতে হবে
না অবশ্যই এক একাধিক কাজের অভিজ্ঞতা অর্জন করে প্রবাসে যাবেন।
মালয়েশিয়ায় কাজে যাওয়ার আগে বেসিক যে গুলো শিখে নেওয়া উচিত
মালয়েশিয়া কাজে যাওয়ার পূর্বে আপনাকে অবশ্যই যে কাজের উপর যাচ্ছেন সে কাজের উপর ভালোভাবে দক্ষ এবং ব্যাসিক নিয়ম গুলি জেনে নেওয়া উচিত। মালয়েশিয়া কাজে যাওয়ার পূর্বে সেখানকার সমস্ত তথ্য বিস্তারিতভাবে জেনে নেওয়া উচিত। আপনি যে কাজে যাচ্ছেন সে কাজ সম্পর্কে বিস্তারিত ভালোভাবে জানা জরুরী এখানে যে কাজ শিখে যাচ্ছেন বিদেশে গিয়েছে সে কাজ পাবেন কি না অন্য কাজ দিবেন তা সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। ।
পাসপোর্ট ভিসা তৈরির আগে সতর্ক মূলক তথ্য
বর্তমান সময়ে আমরা কম বেশি সকলেই দেশে যেতে ইচ্ছুক? কিন্তু আমরা জানি না
বর্তমান সময়ে কিভাবে বিদেশ যেতে হয় এবং বিদেশ যাওয়ার নিয়ম সম্পর্কে আমাদের
কোন ধারণা থাকে না। এই সমস্ত বিষয়গুলো আপনি যদি জানতে ইচ্ছুক হন নিচে
দেওয়া তথ্য গুলো মনোযোগ দিয়ে করি
আমরা সাধারণত সরকারি মাধ্যমে বিদেশ যেতে পারি কিন্তু সরকারের মাধ্যমে বিদেশ
যাওয়া অনেকটাই কষ্টকর । পাসপোর্ট ভিসা ইত্যাদি তৈরি করতে আমাদের দীর্ঘ সময় লেগে
যায় আমাদের অনেক অফিস দোরঝাপ করতে হয়
এজেন্সি বা দালালের মাধ্যমে খুব সহজে বিদেশ যাওয়া যায় কিন্তু এখানে প্রতারিত
হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ আমরা যে জায়গায় যাব সে জায়গা
সম্পর্কে আমাদের ধারণা থাকে না সেখানকার টাকার মান সম্পর্কে কোন ধারণা
থাকেনা। এ সকল বিষয় গুলোতে যদি আমাদের ধারণা থাকে তাহলে এজেন্সি বা দালাল
প্রতারণ চক্রের হাত থেকে বেঁচে যেতে পারবো।
মালয়েশিয়া পাম বাগানে কাজের সুবিধা
মালয়েশিয়ায় গৃহকর্মী কাজে যাওয়ার জন্য সব থেকে বড় সুবিধা হল বাংলাদেশ থেকে ৫
লাখ টাকা তে যাওয়া যায়। এবং আপনি যদি সিঙ্গাপুর যান ১২ লাখ টাকা লাগে তো
মালয়েশিয়ায় যাওয়ার সবথেকে বড় সুবিধা হল অল্প খরচে যাওয়া সম্ভব। এবং
সেখানে কাজের অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে চলুন সেগুলো নিচে দেখে নেয়া যাক
সুবিধা হল সপ্তাহে আপনাকে একদিন ছুটি দেওয়া হয়। এবং সপ্তাহে ছয় দিন ডিউটি
করতে হয়। কিন্তু সাত দিনের ইনকাম পাওয়া যায়।। এবং প্রতিদিন ৮ ঘন্টা ডিউটি
করতে হয়। কিন্তু কেউ যদি ৮ ঘন্টা থেকে ১০ ঘণ্টা কিংবা ১২ ঘণ্টা ডিউটি করে তার
জন্য অতিরিক্ত টাকা দেওয়া হয় এটি হলো একটি বড় সুবিধা। এবং বছরে ২ বার
বোনাস দেয়া হয় যেমন ঈদে আপনার বেতন যত তার ৪০% বোনাস দেয়া হয়
শেষ কথা ও গুরুত্বপূর্ণ টিপস
প্রিয় পাঠক আপনি কিভাবে মালেশিয়া যাবেন তার সম্পর্কে বিস্তারিত তথ্য এই পোষ্টের মধ্যে আমরা তুলে ধরেছি এবং এর পাশাপাশি মালেশিয়া যাওয়ার পূর্বে কোন কোন কাজগুলো শিখে যাওয়া গুরুত্বপূর্ণ এবং কোন কাজ গুলোতে বেশি টাকা বা বেনিফিট পাবেন সে কাজ গুলো আপনাদের সামনে তুলে ধরেছে আশা করি উপরে তথ্যগুলো মনোযোগ দিয়ে যদি পড়েন তাহলে বিদেশ যাওয়ার জন্য প্রয়োজনীয় বিস্তারিত তথ্য আপনি জানতে পেরেছেন।
শ্রদ্ধেয় পাঠক আপনার সুস্থতা কামনা করি, আজকের এই ব্লাগ পোস্টের ইতি টানছি। ব্লাগ পোস্টে যদি পড়ে উপকৃত হতে পারেন অবশ্যই একটি কমেন্ট করবেন। আমরা প্রতিটি কমেন্টের রিভিউ দিয়ে থাকি
টেকি বাজার আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url