গুগল সার্চ কনসোল থেকে ইনডেক্স রিকোয়েস্ট পাঠানোর উপায়


গুগল সার্চ কনসোল থেকে ইনডেক্স রিকোয়েস্ট পাঠানোর উপায় সঠিক উপায় আপনার যদি জানা না থাকে তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। আপনার যদি পেজের URL সাবমিট করে থাকে তাহলে গুগলকে আপনি দ্রুত ক্রল করার নির্দেশ দিতে পারেন।

আজকের আলোচনার মূল বিষয় গুগল সার্চ কনসোল থেকে ইনডেক্স রিকোয়েস্ট পাঠানোর উপায়। এবং আপনার ওয়েবসাইটকে দ্রুত র‍্যাঙ্কিং এ নিয়ে যাওয়ার সঠিক টেকনিক পুরো আর্টিকেলে বিস্তারিত

পোস্ট সূচীপত্রঃ গুগল সার্চ কনসোল থেকে ইনডেক্স রিকোয়েস্ট পাঠানোর উপায়

গুগল সার্চ কনসোল থেকে ইনডেক্স রিকোয়েস্ট পাঠানোর উপায়

গুগল সার্চ কনসোল থেকে ইনডেক্স রিকোয়েস্ট পাঠানোর উপায় সম্পর্কে এই পোস্টে আপনারা বিস্তারিত জানতে পারবেন। প্রথমে আপনাকে আপনার ডেক্সটপে অথবা ল্যাপটপে গুগল সার্চ কনসোল লগইন করতে হবে। লগইন করার পর আপনি দেখতে পাবেন ডান পাশে ওয়েবসাইট বা ডোমেন এর উপর ক্লিক করতে হবে। এবং নিচে অপশন থাকবে। এরপর উপরের URL সার্চ বক্সে ইনডেক্স করতে পারবেন এবং পেজ বা পোস্টের সম্পূর্ণ URL পেস্ট করে নিচে এন্টার চাপুন।

এবং URL সাবমিট করা হয়ে গেলে পেজটি ইনডেক্স নিয়েছে কিনা যাচাই করুন। পেজটি যদি ইনটেক্স না হয়ে থাকে বা কোন সমস্যা হয় তাহলে নিচে টেক্স লাইভ ইউআরএল নামক অপশনটি দেখতে পাবেন। আপনি সে বাটনটিতে ক্লিক করে লাইভ টেস্ট সম্পন্ন করতে হবে। লাইভ টেস্ট শেষ হওয়ার পর ইনডেক্স রিকোয়েস্ট নামক অপশনটিতে ক্লিক করুন। তাহলে গুগলের কাছে পেজটি ইনডেক্স এর জন্য রিকোয়েস্ট বা অনুরোধ পাঠানো সম্পূর্ণ হবে।

ইনটেক্স এর জন্য রিকোয়েস্ট পাঠানোর পর সাধারণত কয়েক ঘন্টা বা কয়েক দিন সময় লাগতে পারে গুগলের তদন্ত করতে পেজটি। google আপনার কনটেন্টির ইউনিট তথ্য বা ইউজার ভ্যালু উপর সিদ্ধান্ত নেবে। আপনার কনটেন্ট যদি ইউনিট তথ্য দিয়ে লিখা থাকে তাহলে দ্রুত ইনটেক্স হয়ে যাবে কয়েক ঘণ্টার মধ্যে বা কয়েকদিনের মধ্যে

গুগল সার্চ কনসোল থেকে ইনডেক্স রিকোয়েস্ট পাঠানোর জন্য আপনার পেজটি র‍্যাঙ্কিং এ যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবং আপনার ওয়েবসাইটে ভিজিটরের অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এবং আপনার ওয়েবসাইটটি র‍্যাঙ্কিং এর প্রথম স্থান এর অধিকারী হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সেই সকল পোস্টগুলো ইনডেক্স হয় যেগুলো গুগলের চোখে ইউনিক পোস্ট।

গুগল সার্চ কনসোল কেন গুরুত্বপূর্ণ

গুগল সার্চ কনসোল এটি একটি ওয়েবসাইটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল। এই টুলটি ব্যবহার করা যায় সম্পূর্ণ ফ্রিতে এই টুলটি থেকে ওয়েবসাইটের মালিক বুঝতে পারে তার কোন কন্টেন্টই ভালো পারফরমেন্স করছে। এবং কোন কিওয়ার্ড টি দিয়ে বেশি ভিজিটর হচ্ছে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে কন্টেনের মান আরো উন্নত এবং এসইও করতে সহজ হয়।

গুগল সার্চ কনসুলেশন সবথেকে বড় সুবিধা হল যে কোন পেইজডি ইনডেক্স হয়েছে বা কোনটি ইনডেক্স হয়নি। এ সকল তথ্যগুলো ফ্রিতে জানা যায় এবং নতুন কনটেন্ট গুলো গুগলের কাছে দ্রুত পৌঁছাতে ইনডেক্স রিকোয়েস্ট পাঠানো যায়। যা একটি নতুন ওয়েবসাইটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং google সার্চ কনসোল টুলের মাধ্যমে ওয়েবসাইটের যত টেকনিক্যাল সমস্যাগুলো রয়েছে সব সমস্যাগুলো শনাক্ত করা যায় ।
আপনার ওয়েবসাইটে ইম্প্রেশন হচ্ছে কিন্তু ক্লিক আসছে না এমন সমস্যা হলে আপনি দ্রুত আপনি দ্রুত সমাধান করতে পারেন। যেমন টাইটেল এবং মেটা ডিসক্রিপশন অপটিমাইজেশন করা এছাড়াও ওয়েবসাইটের ডোমেন অথরিটি বাড়ানোর পরিকল্পনা করা। ব্যাকলিংক তৈরি করে ইন্টার্নালিংক তৈরি করলে গুগল সার্চে র‍্যাঙ্কিং বেশি ট্রাফিক এবং দীর্ঘমেয়াদে সফলতা দ্রুত অর্জন করতে পারবেন।

নতুন কনটেন্ট ইনডেক্স না হওয়ার মূল কারণ কী

আপনার নতুন কনটেন্ট ইনডেক্স না হওয়ার সব থেকে বড় কারণ হলো আপনার পেজটিকে গুগল গুরুত্বপূর্ণ বা মানসম্পূর্ণ মনে করে না। কারণ হয়তো আপনার কনটেন্টটি অনেক ছোট হতে পারে বা আপনার কনটেন্টটি কপি পেস্ট করা বা আপনার কনটেন্ট টি তে ইউনিক তথ্য না দেওয়া। এ ধরনের সমস্যা হলে আপনার কনটেন্টটি ইনটেক্স নিতে অনেক দীর্ঘ সময় লাগতে পারে বা ইনডেক্স নাও হতে পারে। এছাড়াও পেজে টেকনিক্যাল সমস্যা থাকতে পারে যেমন ধীরগতি লোডিং মোবাইল ফোল্ডিং না হয় ইত্যাদি।

এবং নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে ডোমেন অথোরিটি অনেক কম থাকার কারণে ইনডেক্স হতে অনেক সময় লাগে। কারণ গুগল প্রথমে পুরনো ওয়েবসাইট বা ডোমেন অথোরিটি বেশি ও বিশ্বাসযোগ্য ওয়েবসাইট গুলোকে প্রাধান্য দিয়ে থাকে। কনটেন্ট দ্রুত ইনডেক্স করার জন্য কন্টেন অবশ্যই মানসম্মত এবং ইউনিট তথ্য দিয়ে লিখতে হবে। এবং Noindex চেক করতে হবে, এবং নিয়মিত সাবমিট করতে হবে, এবং পেজ স্পিড অবশ্যই মোবাইল-ফ্রেন্ডলি করতে হবে।

একদিনে কতবার ইনডেক্স রিকোয়েস্ট পাঠানো যায়

একদিন কতবার গুগলে ইনটেক্স রিকোয়েস্ট পাঠানো যায় তা আমাদের থেকে অনেকে জানতে চেয়েছেন চলুন তাহলে নিচে বিস্তারিত জেনে নেয়া যাক। বর্তমান সময়ে google সার্চ কনসোলে প্রতিদিন URL রিকোয়েস্ট পাঠানো যায় ২৫টি।

এটি স্থির নয় কখনো সীমারেখা কম কখনো সীমারেখা বেশি হতে পারে। আপনি যদি অতিরিক্ত URL সাবমিট করতে চান তাহলে গুগল থেকে আপনাকে একটি সতর্ক বাত্রা দেয়া হয় এবং অতিরিক্ত URL রিকোয়েস্ট গ্রহণ করা হয় না।

এ সমস্ত কারণ গুলোর জন্য গুরুত্বপূর্ণ নতুন কনটেন্ট গুলোর URL দিকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। একদিনে অনেক URL বারবার সাবমিট না করাই ভালো। কারণ গুগল সক্রিয়ভাবে অন্যান্য পেজ গুলোকে ক্রল করে থাকে এবং নতুন পেজ গুলোকে দ্রুত ইনডেক্স নিয়ে থাকে।

দ্রুত ইনডেক্স পাওয়ার ১০টি কার্যকারী এসইও টিপস

নতুন কনটেন্ট দ্রুত ইনডেক্স করানোর জন্য প্রথমে আপনাকে নিশ্চিত করতে হবে কন্টেনের মান এবং কনটেন্ট ইউনিট এবং মানসম্মত করে লিখতে হবে। এবং অবশ্যই ওয়েবসাইটটি মোবাইল ফোল্ডিং হতে হবে কি। চলুন তাহলে দ্রুত ইনডেক্স পাওয়ার জন্য ১০টি গুরুত্বপূর্ণ টিপস জেনে নিন
  • কনটেন্ট লোভনীয় এবং ইউনিক করে লিখা কন্টেনের মধ্যে কোন কপি পেস্ট না থাকা
  • ওয়েবসাইটের পেইজ অবশ্যই মোবাইল ফোল্ডিং এবং দ্রুত লোডিং নিশ্চিত করা
  • প্রতিটি কনটেন্ট ভালোভাবে এসিও করে গুগলে ইনডেক্স জন্য রিকোয়েস্ট করা করা
  • এবং নতুন কনটেন্ট গুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা
  • ওয়েবসাইটে ব্যাকলিংক এবং ইন্টার্নাল লিংক তৈরি করা
  • পেজে টেকনিক্যাল SEO তে কোন ঘাটতি না রাখা
  • কভারেজ সমস্যা হলে দ্রুত সমাধান করা
  • পেজে Schema Markup ব্যবহার করা তাহলে গুগল আপনার কনটেন্টটি বুঝতে পারবে সহজে
  • একদিনের সীমারেখার অধিক ইনডেক্স রিকোয়েস্ট না করা
  • গুগলের ক্রলা করার জন্য জন্য সাইট HTTPS কোন সমস্যা না থাকা
  • এবং প্রতিটি আর্টিকেলে সর্বনিম্ন ১০০০ থেকে ১৫০০ ওয়ার্ড লেখার চেষ্টা করা।
প্রিয় পাঠক উপরের পয়েন্টগুলো অনুসরণ করেন যদি আপনি তাহলে আশা করি আপনার আর্টিকেল গুলো খুব দ্রুত আমাদের মত ইনডেক্স হয়ে যাবে। এবং আপনাকে ইনডেক্সের জন্য বারবার রিকোয়েস্ট করার প্রয়োজন পড়বে না।

ইনডেক্স স্ট্যাটাস চেক করার সহজ পদ্ধতি

ইনডেক্স স্ট্যাটাস চেক করার মূল কারণ হলো আপনার ওয়েবসাইটের কোন পেজ এখনো google এ যুক্ত হয়েছে কিনা তা যাচাই করা। সবথেকে সহজ এবং ফ্রিতে ব্যবহার করা যায় নির্ভরযোগ্য ওয়েবসাইট সেটি হল গুগল সার্চ কনসোল। প্রথমে আপনাকে সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটি লগইন করতে হবে। এবং উপরের URL Inspection বক্সে আপনার যে পেজটি ইনডেক্স হয়েছে কিনা জানতে জানতে।

সে পেজটির URL সম্পূর্ণ দিয়ে ইন্টার বাটনে ক্লিক করুন। এবং কিছুক্ষণ পর আপনাকে google থেকে একটি এসএমএস দেওয়া হবে যে এই পেজটি আপনার গুগলে আছে কিনা। যদি যদি এমন “URL is on Google” লিখা আপনাকে মেসেজ দেয়া হয় তাহলে আপনি বুঝে নিবেন এই পেজটি আপনার google এ সঠিকভাবে ইনডেক্স হয়েছে। কিন্তু এমন যদি এসএমএস আসে URL is not on Google তাহলে বুঝে নিবেন পেজটি গুগলে ইনডেক্স হয়নি।

এবং গুগলে ইনটেক্স হয়েছে কিনা তা যাচাই করার আরো একটি সহজ পদ্ধতি রয়েছে। সেটি হল ওয়েবসাইটটি ওপেন করার পর পেজটি ওপেন করতে হবে এবং পেজটির লিঙ্কের সামনে SIT লিখে ইন্টার বাটনে ক্লিক করতে হবে। যদি কোন রেজাল্ট আছে তাহলে ধরে নিবেন এটি google এ ইনডেক্স হয়েছে। আর যদি কোন রেজাল্ট না আছে তাহলে ধরে নিবেন এটি গুগলে এখনো ইনডেক্স হয়নি।

এই দুইটি সহজ পদ্ধতি অনুসরণ করে আপনি আপনার সকল পেজগুলো ইনডেক্স হয়েছে কিনা তার সকল রিপোর্ট পুরোপুরি জানতে পারবেন। এবং নিয়মিত রিপোর্ট চেক করলে ইনডেক্স সংক্রান্ত সকল সমস্যাগুলোর খুব দ্রুত সমাধান করতে পারবেন।

লাইভ URL টেস্ট কেন গুরুত্বপূর্ণ তার ১০ কারণ

লাইভ URL টেস্ট কেন গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের ওয়েবসাইট বা পেজের জন্য কি ভূমিকা রাখে। কিভাবে এগুলো কাজ করে সেই সম্পর্কে আমাদের থেকে অনেকে জানতে চেয়েছেন চলুন তাহলে এই পর্বে নিচে বিস্তারিত জেনে নেওয়া যাক।
  • আপনার ওয়েবসাইটের পেজটি সার্ভার ঠিকভাবে রেসপন্স দিতে পারছে কিনা তা যাচাই করতে
  • পারবেন এবং লাইভে আছে কিনা তা আপনি চেক করতে পারবেন।
  • যে কনটেন্ট গুলো গুগলে আপলোড করেছেন সে সকল কন্টেনগুলো গুগলে ইনডেক্স হয়েছে কিনা তা যাচাই করতে পারবেন
  • robots.txt দ্বারা আপনার পেজে কোন সমস্যা হয়েছে কিনা বা আপনার পেজ ব্লক হয়ে গেছে কিনা তা খুব সহজে জানতে পারবেন
  • পেজে noindex ট্যাগ সমস্যা আছে কিনা তা আপনি খুব সহজেই চিহ্নিত করতে পারবেন
  • এবং আপনার ওয়েবসাইটে মোবাইল ফোল্ডিং জনিত কোন সমস্যা আছে কিনা তা খুব সহজে আপনি বুঝতে পারবেন
  • পেজ ইনডেক্স করার পূর্বে আপনার পেজে কোন যদি টেকনিক্যাল এসইওতে ঘাটতি থাকে তাহলে আপনি সেগুলো দ্রুত সমাধান করতে পারবেন
  • ভুল URL থাকলে আপনি দ্রুত অল্প সময়ের ভেতরে সনাক্ত করে ফেলতে পারবেন
  • গুগল বট আপনার পেজটি ঠিকভাবে অ্যাক্সেস করতে পারছে কিনা তা নিশ্চিত করে
  • ইনডেক্স রিকোয়েস্ট কাজ না করলে করণীয় ইনটেক্স
  • ইনডেক্স রিকোয়েস্ট এ অনেকের কাজ করে না অনেকে জানতে চেয়েছেন কাজ না করলে আমাদের করণীয় কি। এবং কিভাবে ইনডেক্স রিকোয়েস্ট এ কাজ করবে আগের মতন। চলুন তাহলে সে সম্পর্কে নিচে বিস্তারিত জেনে নেওয়া যাক।
প্রথমে আপনাকে URL Inspection চেক করে দেখতে হবে ইনডেক্স হয়েছে কিনা। URL is not on Google এমন এসএমএস আছে তাহলে বুঝে নিবেন আপনার কন্টেনে কোন সমস্যা রয়েছে। ভালোভাবে কনটেন্টটি এসিও করতে হবে।
  • Live URL Test চেক করে দেখতে পারেন সেটি চলমান রয়েছে কিনা
  • আপনাকে ইনডেক্স ট্যাগ ভালোভাবে চেক করে দেখতে হবে
  • আপনার পেজ যদি গুগলে ইনডেক্স না থাকে তাহলে ইনডেক্স না করাই ভালো হবে
  • রোবট এক্স ব্লক হয়ে গেছে কিনা যাচাই করে দেখুন
  • কনটেন্ট কপি বা ইউনিট তথ্য না থাকলে google সে কনটেন্ট কে ইনডেক্স করতে
  • আগ্রহ দেখায় না বা আনফিট কন্টেন মনে করে
  • আপনার ওয়েবসাইটটি যদি মোবাইল ফোল্ডিং না হয় বা অনেক স্লো লোডিং হয় তাহলে গুগলের ইনডেক্স এর জন্য বাধা হয়ে দাঁড়ায়
  • প্রতিদিন ইনডেক্স রিকোয়েস্ট না পাঠাই ভালো দুই তিন দিন অপেক্ষা করার পর আবার চেষ্টা করে দেখতে পারেন
  • এবং ডোমেনের অথরিটি বাড়ানোর জন্য ব্যাকলিংক ইন্টারনাল লিংক তৈরি করুন

রিকোয়েস্ট ইনডেক্স অপশন কোথায় পাবেন

আমাদের থেকে অনেকে জানতে চেয়েছেন গুগল সার্চ কনসোল এর কোথায় রিকোয়েস্ট ইনটেক্স অপশন থাকে। এবং এটি কিভাবে ব্যবহার করব যারা যারা মনে করছেন তাদের জন্য এই পর্বটি এই পর্বটি বেসিক লেভেল এর তথ্য আলোচনা করা হবে।
  • প্রথমে আপনাকে পিসি ওপেন করতে হবে এবং গুগল এ সার্চ করতে হবে গুগল সার্চ কনসোল লিখে এবংগুগল সার্চ কনসোল লগইন করতে হবে
  • এবং আপনি যে ওয়েবসাইটের পেজটিকে ইনডেক্স করতে চান সেই পেজটি সিলেক্ট করুন
  • এবং উপরের দিকে দেখতে পাবেন URL Inspection সেখানে সাচ অপশনে ক্লিক করুন।
  • এবং আপনার পেজের সঠিক URL সম্পূর্ণ দিয়ে সার্চ করুন
  • যদি আপনার পেজটি আগে থেকে ইনডেক্স না হয়ে থাকে তাহলে URL is not on Google এমন এসএমএস দেখাবে
  • আপনি যদি ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করাতে চান তাহলে নিচে এই অপশনটিতে Request Indexing ক্লিক করুন
এবং গুগল কিছু সময় ধরে আপনার আর্টিকেলটি অথবা পেজটি তদন্ত করে দেখবে বা যাচাই করবে। যদি আপনার আর্টিকেলটি সঠিকভাবে লিখা থাকে এবং সঠিক এসিও করা থাকে তাহলে দ্রুত ইনডেক্স নিয়ে নিবে।

শেষ কথা - গুগল সার্চ কনসোল থেকে ইনডেক্স রিকোয়েস্ট পাঠানোর উপায়

প্রিয় পাঠক আশা করি পুরো আর্টিকেলটি আপনি মনোযোগ দিয়ে পড়ে উপকৃত হয়েছেন এবং বিস্তারিত জেনে গেছেন কিভাবে গুগল সার্চ কনসোল থেকে ইনডেক্স রিকোয়েস্ট পাঠানোর উপায়। এবং এর পাশাপাশি এই আর্টিকেলে আলোচনা করেছি একটি ওয়েবসাইটকে কিভাবে আপনি গুগল এ রেঙ্কে প্রথমে নিয়ে যাবেন। এবং কিভাবে আপনি প্রতিদিন হাজার হাজার ক্লিক নিয়ে আসতে পারবেন।

সে সম্পর্কে এয়ার আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিশেষ করে একটি ওয়েবসাইটের জন্য যতগুলো ইনফরমেশন প্রয়োজন সকল ইনফরমেশন গুলো এই আর্টিকেল এর মধ্যে রয়ে আছে আশা করি আপনি বিস্তারিত পড়ে জানতে পেরেছেন প্রিয় পাঠক আপনার সুস্থতা ও কল্যাণ কামনা করে আজকের আর্টিকেল রাইটিং এখানে সমাপ্ত করছি টেকি বাজার।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

টেকি বাজার আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Md. Touhid Islalm
Md. Touhid Islalm
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও অর্ডিনারি আইটির সিনিয়র সাপোর্ট ইঞ্জিনিয়ার। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ৫ বছরের অভিজ্ঞতায় তিনি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।