আনলাইনে গেম খেলে টাকা ইনকাম করে কীভাবে
বর্তমান সময়ে অনলাইন গেম ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তো আজকে আপনাদের জানাবো অনলাইন গেম কিভাবে খেলে প্রতি মাসে বড় অংকের টাকা ইনকাম করতে পারবেন । এবং অনলাইন গেম খেলার টেকনিক এবং অনলাইন গেম খেলার সহজ কিছু নিয়ম । এবং অনলাইন গেম খেলতে গিয়ে যে ভুলগুলো করা যাবে না অনলাইন গেম খেলার জন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য এই পোস্টে আপনাদের জানাবো।
অনলাইন গেম খেলে কিভাবে টাকা ইনকাম করা যায়। এবং অনলাইন গেম খেলতে গিয়ে হাতে গুনাহ কয়টা ভুল করলে আমরা যে অনেক বড় একটা ক্ষতিগ্রস্ত মুখে পড়বেন । বা সময় নষ্ট হবে কিন্তু এক টাকা উপার্জন হবে না। তাই আপনাদের আজ সঠিক তথ্য দিবো
- আনলাইনে গেম খেলে টাকা ইনকাম করার নিয়ম
- অনলাইন গেম খেলার জন্য আপনার যা প্রয়োজন পড়বে
- অনলাইন গেম খেলে বেশি ইনকাম এমন ৬ টি গেমের নাম
- অনলাইন গেম খেলে সহজে কয়েন জিতার নিয়ম
- অনলাইন গেম খেলার সতর্কতা
- গেম খেলে প্রতারণা হওয়ার লক্ষণ
- টাকা উত্তোলন করার নিয়ম ও পদ্ধতি
- অনলাইন গেম খেলার জন্য গুরুত্বপূর্ণ টিপস
- কি নিয়মে গেম খেললে আসক্ত হব না
- শেষ কথা গুরুত্বপূর্ণ উপদেশ
অনলাইন গেম খেলার জন্য আপনার যা প্রয়োজন পড়বে
অনলাইন গেম খেলার জন্য আপনাকে প্রথমে ইন্টারনেট সংযোগ এর ব্যবস্থা করা জরুরী। এবং আমাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে একাউন্ট খুলতে গিয়ে আমাদের যেগুলোর প্রয়োজন পড়বে যেমন ই-মেইল বা ফেসবুক গুগল আইডি যেকোনো একটি দিয়ে একাউন্ট খোলা যায়। তারপরে আপনি যদি মনে করেন আমি মোবাইলে অনলাইন গেম খেলব তাহলে তার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে হবে।
এবং আপনি যদি মনে করেন আমি কম্পিউটার দিয়ে অনলাইন গেম খেলব তাহলে আপনাকে কম্পিউটার এর অফিসিয়াল ওয়েবসাইট সিস্টেম দিয়ে গেম ইন্সটল করতে পারবেনইন্সটল করার পর একটা কথা মনে রাখতে হবে আমরা যতগুলি অনলাইন গেম খেলব প্রত্যেকটা অনলাইন গেমের আলাদা আলাদা নিয়ম নীতি রয়েছে। তার জন্য আমাদের প্রতিটি অনলাইন গেম খেলার আগে আমাদের নিয়ম-নীতি জেনে নিতে হবে।
নিয়ম নীতি না জেনে যদি আমরা অনলাইন গেম খেলি সেখান থেকে আমরা লাভবান হতে পারব না তাই অনলাইন গেম খেলার আগে নিয়ম-নীতি জানা অনেক জরুরী । যেমন কিভাবে খেলতে হবে কিভাবে গেম কন্ট্রোল করতে হবে কিভাবে খেললে কয়েন জিততে পারবো আর পয়েন্ট জেতার মাধ্যমে আমরা ইনকাম করতে পারব।অনলাইন গেম খেলা শুরু করার পূর্বে আমরা ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা চেক করে নিতে হবে এবং অনলাইন গেম খেলা চলাকালি আমরা গালাগালি করবো না।
অনলাইন গেম খেলে বেশি ইনকাম এমন ৬ টি গেমের নাম
1. axie infinity
2. splinterlands
3. solitaire cash
4. bubble cash
5. 21blitz
6. freecash
এই গেমগুলোতে সাধারণত অন্যান্য গেম থেকে এখানে বেশি পুরস্কার দেওয়া হয়। এই গেমগুলোতে ইনকাম করার কিছু সহজ টেকনিক রয়েছে। যে সহজ টেকনিক গুলো আমাদের জানা অনেক প্রয়োজন বা জানা খুবই দরকার। এই গেম ছয়টি কেউ যদি প্রতিদিন খেলে প্রতিদিন তার দুই হাজার টাকা ইনকাম করা খুব সহজ এই গেমটি খেলার জন্য যে গুলো বেশি প্রয়োজন পড়বে যেমন ভালো মানের ইন্টারনেট কানেকশন ৮ জিবি রেম এর ফোন এবং কম্পিউটার বা ল্যাপটফ অনেক ভালো ।
কারণ এই গেম গুলোতে অনেক লোড পড়ে ভালো মানের ল্যাপটপ ডেস্কটপ কিংবা স্মার্টফোন যদি না হয় তাহলে দেখা যায় গেম খেলতে খেলতে গেম এর মাঝা মাঝিতে গিয়ে ল্যাপটপ কিংবা ডেস্কটপ বা মোবাইল ফোন হ্যাং করে তার জন্য দেখা যায় আপনি গেম খেলে কয়েন জিততে পারবেন না আর কয়েন জিততে না পারলে আপনি পুরস্কার পাবেন না পুরস্কার আপনি না পেলে টাকা ইনকাম হবে না।
আরো পড়ুন অ্যাড দেখে প্রতিদিন ৩০০ টাকা আয়
অনলাইন গেম খেলে সহজে কয়েন জিতার নিয়ম
অনলাইন গেমটি সাধারণত পৃথিবীর সব মানুষ খেলে থাকে। কারন অনলাইন গেমটি পৃথিবীর যেকোন স্থান থেকে খেলা যায়। আপনাদের যে ছয়টি অনলাইন গেমের নাম দিয়েছি এই গেমগুলোতে খুব সহজে গেমটির নির্দিষ্ট কাজ বা মিশন শেষ করা যায় । এবং এর মাধ্যমে কয়েন জিতে নেয়া যায় এবং এ গুলোতে সাধারণত হারার সম্ভাবনা খুবই কম । এই গেমগুলোতে যদি লেবেল একবার বেড়ে যায় তাহলে যতবার খেলবেন ততবারই আপনি কয়েন জিততে সক্ষম হবেন।
বিশেষ ইনভেন্ট বা চ্যালেনে অংশ নিয়ে জেতা যায় এমন কি বন্ধুকে
গেম ইনভাইট করলে বোনাস কয়েন দেয়া হয় । এবং এই গেম গুলোতে ফ্রি পয়েন্ট
পাওয়া যায় আপনি যদি রেফার বেশি করতে পারেন তাহলে প্রতিদিন আপনাকে ফ্রি লটারির
ব্যবস্থা করা হয় লটারিতে সর্বনিম্ন টাকা থাকে ৫০০। কিন্তু আবার কিছু
গেম কয়েন্ট কিনতে হয় কিনার মাধ্যমে আপনার গেমের র্যাঙ্ক বেড়ে
যাবে এবং আপনি খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন। আপনি কয়েন কিনে আপনার গেম
আইডিতে দ্রুত লেভেল বাড়াতে পারবেন
অনলাইন গেম খেলার সতর্কতা
আপনাদের যে ছয়টি অনলাইন গেমের নাম বলেছি গেমগুলো বেস্ট অনেক জনপ্রিয়। আবার তার জন্য প্রতারণা হওয়া সম্ভাবনা অনেক বেশি কারণ বর্তমান সময়ে বুয়া গেম দেখিয়ে আপনাকে ইনকাম করার কথা বলবে । যেমন আপনাকে বলবে ২০০০ টাকার কয়েন কিনুন তাহলে আপনার আইডির র্যাঙ্ক আমরা বাড়িয়ে দিব আপনার লেবেল আমরা অনেক বড় করে দেব এরকম নানার ধরনের কথা বলে থাকে।
কিন্তু আসলে তারা লেভেল বড় করতে পারে না। আপনার একাউন্টের র্যাঙ্ক
বৃদ্ধি করতে পারে না শুধু আপনার টাকা খেয়ে তারা আপনার সাথে প্রতারণা করে।
তার জন্য আপনাকে সঠিক অনলাইন গেম নির্বাচন করতে হবে সঠিক অনলাইন গেম নির্বাচন
করার জন্য যাবতীয় গাইডলাইন আমরা এই কন্টেনের মধ্যে দিব । তারপরও যদি কোন সমস্যা
হয় আমাদের কমেন্ট করে জানাবেন।
গেম খেলে প্রতারণা হওয়ার লক্ষণ
বর্তমান সময়ে গেম খেলে প্রতারণ হওয়ার সবথেকে বড় লক্ষণ হলো ।আপনাকে অস্বাভাবিক অফার দেওয়া হবে বা অস্বাভাবিক গিফট উপহার দেওয়া হবে । হঠাৎ হঠাৎ অতি সহজে আপনাকে ফ্রি ডায়মন্ড কয়েন এগুলো দিবে । আপনার সাথে তারা ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যোগাযোগ করবে আপনাকে ওরা মানসিক চাপ দিবে যেমন বলবে এখন অফার চলছে।
অফার নিতে হলে ২৪ ঘন্টার মধ্যে আমাদের বিকাশ বা নগদ ও রকেট টাকা পাঠাও না হলে অফার শেষ হয়ে যাবে তারা বলবে। তাদের আফারে এমন কথা লিখা থাকবে । অনেক অল্প দামে অনেক দামী জিনিস দেয়া হচ্ছে এভাবে আপনাকে লোভ দেখাবে আমাদের মাঝে অনেকে আছে তাদের এই লোভে পড়ে টাকা দিয়ে থাকে । কিন্তু আসলেই তারা আপনার সাথে প্রতারণা করছে ।
আশা করি আপনি বুঝতে পারছেন বা জানতে পারলে আমার এই কন্টেনের মাধ্যমে কিভাবে
প্রতারণার হাত থেকে নিজেকে বাঁচাবেন আমার এই কন্টেনের কথাগুলি যদি আপনি মনোযোগ
দিয়ে পড়ে থাকেন আশা করি আপনাকে অনলাইন গেম থেকে প্রতারণা করতে পারবেনা।
কারণ প্রতারণা করার সব থেকে বড় মাধ্যম যেগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরার
চেষ্টা করেছি।
আরো পড়ুন
গুগল থেকে সহজে আয় করি
টাকা উত্তোলন করার নিয়ম ও পদ্ধতি
এই গেম গুলো খেলে সর্বোচ্চ ক্যাশব্যাক পাওয়া যায় ৯০০০০টাকা। এই গেম গুলো খেলার পর আপনি আপনার টাকা কিভাবে উত্তোলন করবেন হয়তো আপনার মনে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। টাকা উত্তোলন পদ্ধতি খুবই সোজা আপনি আপনার বিকাশে কিংবা নগদে টাকাগুলো পেমেন্ট নিতে পারবেন সাধারণত অন্যান্য গেমগুলো খেলে যে টাকা পাওয়া যায় সেই টাকা পেমেন্ট নেওয়ার জন্য বিকাশে কিংবা নগদে রূপান্ত করার জন্য অতিরিক্ত চার্জ লাগে
যেমন ১০০০ হাজারে ১০০ টাকা । কিন্তু আমি আপনাকে যে গেমগুলির নাম লিখে দিয়েছি সে গেম গুলিতে আপনি যত টাকা ইনকাম করেন না কেন আপনার কাছে কোন এক্সট্রা টাকা নেওয়া হবে না । এক্সট্রা টাকা বলতে আপনার বিকাশে কিংবা নগদে টাকা রূপান্তর করার জন্য কোন অতিরিক্ত চার্জ খরচ করতে হবে না
যা খুবই সহজ এবং লাভজনক এই গেমগুলি খেলার জন্য উপরের দিকনির্দেশনা গুলি অনেক
গুরুত্বপূর্ণ উপরের দিকনির্দেশনা গুলি যদি আপনার জানা না থাকে তাহলে আপনি গেম
খেলে টাকা উপার্জন করতে পারবেন না আপনি প্রতারণার শিকার হতে পারেন। গেম খেলতে
গিয়ে যদি কোন সমস্যা হয় কিংবা টাকা ইনকাম না হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট
করবেন
অনলাইন গেম খেলার জন্য গুরুত্বপূর্ণ টিপস
অনলাইন গেম খেলার জন্য আপনি যে আপনার অ্যাকাউন্টটি খুলবেন অ্যাকাউন্টটিতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। যাতে কেউ সহজে হ্যাক করে না নিতে পারে। এবং ২-৩ টি ভেরিফিকেশন সিস্টেম চালু রাখতে হবে যাতে কেউ আপনার একাউন্ট হ্যাক করার জন্য ট্রাই করলে আপনার কাছে প্রথমে ভেরিফিকেশন কোড যেন পৌঁছে যায় ।
এবং আপনি কারো সাথে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড শেয়ার করবেন না কখনো আপনি আপনার একাউন্টের পাসওয়ার্ড ওটিপি ব্যক্তিগত তথ্য কারো সাথে শেয়ার করার প্রয়োজন মনে করবেন না । কারণ এগুলো আপনার একাউন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ গেম ডাউনলোড করুন শুধুমাত্র গুগল প্লে স্টোর অ্যাপ স্টোর অফিশিয়ালি ওয়েবসাইট থেকে। এবং প্রতিদিন একটি নির্দিষ্ট সময় খেলার চেষ্টা করবেন
কারণ নির্দিষ্ট সময় না খেললে আপনার লেখাপড়ার সমস্যা হতে পারে কিংবা চাকরির সমস্যা হতে পারে অতিরিক্ত গেম খেলা যাবে না যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনেক সময় দেখবেন আপনাকে ফ্রি কয়েন দেয়া হবে আপনি না চাইলেও তারা দিতে চাইবে। তখন আপনি বুঝবেন যে এরা নিশ্চয়ই প্রতারণা কারী আপনার সাথে ওরা প্রতারণা করার চেষ্টা করছে অপ্রয়োজনীয় আপনার কাছে ওরা তথ্য চাইবে যে তথ্যের মাধ্যমে আপনার একাউন্ট ওদের হ্যাক করতে সহজ হবে অচেনা বা অপ্রয়োজনীয় কাউকে আপনার একাউন্টের তথ্য দিবেনা
কি নিয়মে গেম খেললে আসক্ত হব না
আমাদের প্রতিদিন নিয়ম অনুযায়ী গেম খেলতে হবে তাহলে আমরা গেম খেলাতে আসক্ত হবো না। এবং আমাদের বড়দের কাছ থেকে পরামর্শ নিতে হবে আমরা কখনো অনিয়মিত গেম খেলব না এবং প্রতিদিন নিয়ম অনুযায়ী আমরা গেম খেলব আমাদের গেম খেলার জন্য একটি রুটিন তৈরি করতে হবে। প্রতিদিন সর্বোচ্চ আমাদের তিন ঘন্টার বেশি গেম খেলা উচিত নয় ।
কারণ বেশি গেম খেললে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই সকল বিষয়গুলি আমরা মাথায় রেখে গেম খেলব। এবং এবং তার পাশাপাশি আমাদের লেখাপড়া চাকরি- আমরা করব। অনলাইন গেম খেলআতে আসক্ত হবো না। বর্তমান সময়ে অনলাইন গেম খেলে আসক্ত হয়ে হাজারো মানুষ আজ মানসিক পাগল হয়েছে। তাই আমাদের অতিরিক্ত কোনো কিছুই করা যাবে না এমনকি অতিরিক্ত অনলাইন গেম খেলা যাবে না।
শেষ কথা গুরুত্বপূর্ণ উপদেশ
যারা অনলাইনে গেম খেলেন তাদের জন্য আমার এই পোস্টটা অনেক গুরুত্বপূর্ণ । শুরু
থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে যদি পড়েন আমি আশা করি কিভাবে গেম খেলে টাকা ইনকাম
করা যায়। সম্পূর্ণ ধারণা পাবেন এই পোস্টটা এত সুন্দর এবং ইস্পষ্ট করে লেখা
আছে যা আপনার ভাগ্যকে পরিবর্তন করেও দিতে পারে । পোস্টের মধ্যে সবথেকে
গুরুত্বপূর্ণ কথা আছে ছয়টি গেম এই ছয়টি গেম খেলে আপনি ইনকাম করতে পারবেন।
যা আপনার জীবনকে পাল্টে দিতে পারে। আপনার যদি কোন ধরনের সমস্যা হয় অবশ্যই
আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্ট এর মাধ্যমে। এখানে ফটো
টেকি বাজার ব্লাগ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রাতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url